খালেদা জিয়া জোতিষীর শিষ্যত্ব গ্রহণ করেছেন: বেবী মওদুদ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এএন মাহফুজা খাতুন বেবী মওদুদ বলেছেন, “বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জোতিষী বা মহাজাতকের শিষ্যত্ব গ্রহণ করেছেন। ওই জোতিষী ওনাকে যা বলেন, উনি তাই বলেন।”

রোববার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কখনো উনি (খালেদা) বলেন, আওয়ামী লীগ ১০০ বছরেরও ক্ষমতায় আসতে পারবে না। আবার, কখনো বলছেন, ৪১ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। যখন জেনেই গেছেন আওয়ামী লীগ ৪১ বছরে ক্ষমতায় আসবে না। তাহলে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন কেনো? তাহলে নির্বাচন করে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থার আবার প্রবর্তন করুন।”

বেবী মওদুদ বলেন, “সকল ধর্মাম্বলীদের জন্য বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। হিন্দু নারীদের জন্য ঐচ্ছিক করলে চলবে না। সকলের জন্য অবশ্যই নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে।”

মোবাইলের কলচার্জের ওপর অর্থমন্ত্রীর কর ধার্যের প্রস্তাবের বিরোধিতা করে বেবী মওদুদ বলেন, “গ্রাহকদের কাছ থেকে কেনো কর আদায় করবেন? মোবাইল ফোন কোম্পানিগুলোর মালিকদের কাছ থেকে কর নিন।”

তিনি বলেন, “ব্যক্তিগত করের সীমা ৩ লাখ করতে হবে। সাধারণ নাগরিকদের বাড়িভাড়া দিতেই তো সব চলে যায়। কর দেবে কীভাবে?”

কালো টাকা সাদা করার ওপর ৫০ শতাংশ কর আরোপের দাবি করে তিনি বলেন, “মাত্র ১০ শতাংশ কেনো? ৩০ শতাংশ, ৪০ শতাংশ বা ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।”

রাজনীতি