বগুড়ায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

বগুড়ায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

বগুড়ায় কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ পালন করার সময় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

সোমবার বেলা দেড়টার দিকে শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিনহাজুল ইসলাম রিমন ও জামিল উদ্দিন শেখ জনিকে বগুড়া ডায়েবেটিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীমের মুক্তির দাবিতে বেলা ১২টায় বিক্ষোভসমাবেশ করে ছাত্রদল।

বিক্ষোভসমাবেশে মিছিলের সামনে দাঁড়ানেকে কেন্দ্র করে নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে দুপুর দেড়টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মিনহাজুল ইসলাম রিমন ও ছাত্রদল বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক জামিল উদ্দিন শেখ জনিসহ ৬ জন আহত হন।

বগুড়া জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ব্যাপার নেই। মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনায় তারা আহত হন।

তবে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেজা ও তার সহযোগীরা রিমন ও জনিকে মারপিট করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাজনীতি