ব্যাংকিং খাতে রাষ্ট্রায়ত্ত ২২টি সংস্থার পুঞ্জিভুত মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৮২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩৩৩ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাব গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২টি সংস্থার পুঞ্জিভুত মোট দেনার অর্ধেকেরও বেশি দেনা বা ঋণ হচ্ছে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ (বিপিসি)-এর। বিপিসি’র দেনার পরিমাণ ১৬ হাজার ৯৮৭ কোটি ৩৩ লাখ টাকা।
অন্যান্যের মধ্যে ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি)-এর ৬ হাজার ১২ কোটি ২৭ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ৯৬ কোটি ১৮ লাখ টাকা), ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’ (পিডিবি)-এর ৪ হাজার ১৫ কোটি ১ লাখ টাকা, ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ (বিএডিসি)-এর ১ হাজার ৯২৩ কোটি ৭ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ২১ কোটি ২৭ লাখ টাকা) এবং ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন’ (বিএসএফআইসি)-এর ১ হাজার ৬৯০ কোটি ৯ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ৫ কোটি ৯৫ লাখ টাকা) ব্যাংক ঋণ রয়েছে।
‘বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন’ (বিজেএমসি)-এর দেনার পরিমাণ হচ্ছে ৫৭৪ কোটি ৩৬ লাখ টাকা। প্রসঙ্গত বিদায়ী ২০১১-১২ অর্থবছরে বিজেএমসি’র অতীতের ২ হাজার ৮২৭ কোটি টাকা ব্যাংকঋণ সরকার পরিশোধ করেছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন।
এছাড়া টিসিবি’র দেনার পরিমাণ ৩৬৯ কোটি ১৪ লাখ টাকা, বিওজিএমসি’র ৩১৪ কোটি ৯৬ লাখ টাকা, ‘বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থা’ (বিএসইসি)-এর ২৯০ কোটি ২৮ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ৬ কোটি ৩৫ লাখ টাকা), ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন’ (বিটিএমসি)-এর ২০৫ কোটি ৬১ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ১৮৮ কোটি ৩৫ লাখ টাকা), ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’ (বিডব্লিউডিবি)-এর ১৯০ কোটি ৯৭ লাখ টাকা, সিপিএ’র ১৮১ কোটি ১১ লাখ টাকা, ঢাকা ওয়াসা’র ১১০ কোটি ৬৯ লাখ টাকা, ডেসা’র ৯৫ কোটি ৪ লাখ টাকা, বিআরটিসি’র ৯৩ কোটি ৮৮ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ৬১ লাখ টাকা), বিবিসি’র ৮০ কোটি ৬৫ লাখ টাকা, ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ (বিএসসি)-এর ৭৩ কোটি ৫২ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ২৩ লাখ টাকা), বিটিবি’র ৫৫ কোটি ৪০ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ১০ কোটি ৫২ লাখ টাকা), ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ (আরইবি)-এর ৮ কোটি ৬০ লাখ টাকা, বিএসসিআইসি’র ৬ কোটি ৮৭ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ৯১ লাখ টাকা), বিএফএফডব্লিউটি’র ২ কোটি ১৩ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ২ কোটি ১৩ লাখ টাকা) এবং এফডিসি’র ১ কোটি ৪ লাখ টাকা দেনা রয়েছে।