রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুরাগ দিয়াবাড়ি এলাকায় র্যাবের চেকপোস্ট ছিল। ওই দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় র্যাব তাদের থামার জন্য সংকেত দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ইব্রাহিম মাদকের ডিলার, ওমর ফারুক তার সহযোগী। রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা আছে।
ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।