লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে বহিষ্কার বেআইনি: তিউনিসীয় প্রেসিডেন্ট

লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে বহিষ্কার বেআইনি: তিউনিসীয় প্রেসিডেন্ট

লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আল বাগদাদি আল মাহমুদিকে প্রত্যর্পণকে বেআইনি বলে মন্তব্য করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি। সোমবার প্রেসিডেন্টে কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি এ কথা জানানো হয়েছে।

গত বছর লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সশস্ত্র বিক্ষোভ শুরু হলে আল বাগদাদি পালিয়ে তিউনিসিয়াতে আশ্রয় নেন। গত রোববার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাকে লিবিয়া সরকারের কাছে প্রত্যর্পণ করেছে তিউনিসিয়া সরকার।

উল্লেখ্য, গাদ্দাফির পতনের পর লিবিয়ার কোনো সাবেক শীর্ষ কর্মকর্তাকে এই প্রথম বিচারের জন্য ফিরিয়ে নেওয়া হল।

প্রেসিডেন্ট মারজুকির কার্যালয় থেকে এ প্রত্যর্পণের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, আল বাগদাদির প্রত্যর্পণ প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ না করেই এবং তার সম্মতি ছাড়াই করা হয়েছে।

সুষ্ঠু বিচারের নিশ্চয়তার শর্তে চলতি বছরের প্রথম দিকে বাগদাদিকে লিবিয়া সরকারের হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন তিউনিসীয় প্রেসিডেন্ট। কিন্তু গত মে তে এসে তিনি এর বিরোধিতা করেন।

লিবিয়াতে ফেরত পাঠালে বাগদাদির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে এ আশঙ্কায় তাকে প্রত্যর্পণ না করার আহ্বান জানিয়েছিল একাধিক মানবাধিকার সংগঠনও।

তবে প্রেসিডেন্টের মন্তব্য প্রত্যাখ্যান করে তিউনিসিয়ার সরকার বলেছে, এ প্রত্যর্পণের জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন নেই।

ত্রিপোলিতে তিউনিসিয়ার একটি প্রতিনিধি দল সফরে গিয়ে সেখানে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

তবে প্রেসিডেন্ট মারজুকির কার্যালয় থেকে বলা হচ্ছে, সরকারের এ ধরনের সিদ্ধান্ত বৈদেশিক নীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

আন্তর্জাতিক