গত কয়েকদিন ধরেই প্রতিদিনই প্রায় দু’হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। এমন পরিস্থিতিতে গবেষকদের ধারণা করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে রাজ্যে। আর সোমবার মমতা ব্যানার্জির সরকার জানিয়েছে, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে।
রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ জানান, এবার রাজ্যবাসীকে আরো বেশি সতর্কতা নিতে হবে। পরিস্থিতি মোকাবেলায় চলতি সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে ২ দিন লকডাউন থাকবে।
চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন করা হবে। আগামী সপ্তাহে বুধবার পুরো লকডাউনের কথা ঘোষণা করেন আলাপন। তিনি আরো জানান, প্রত্যেক সপ্তাহের শুরুতেই উচ্চপর্যায়ের কমিটি বৈঠক করে ঠিক করবে; সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট কোনো দু’দিনে লকডাউন হবে এমন নয়।