রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না: তথ্যমন্ত্রী

রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না: তথ্যমন্ত্রী

রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি আরও বলেন, সরকারি প্রনোদনা পেতে যারা রিজেন্ট কিংবা অন্য কোথাও থেকে করোনা পজেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়েছে তাদের বিষয়ে তদন্ত হবে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া সার্টিফিকেট নেয়ার বিষয়টি প্রমাণ হলে শাস্তি পাবেন তারা।
সরকারের প্রণোদনা নিতে জেকেজি ও রিজেন্ট হাসপাতাল থেকে ভুয়া সার্টিফিকেট নিয়েছে, এ রকম একটা খবর শোনা যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, রিজেন্ট এবং জেকেজি ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকেন অসৎ উদ্দেশ্যে, তদন্ত সাপেক্ষে তা বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ এ ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবেন, সরকার সেটি কখনো করবে না। যদি কেউ এটা করে থাকে, তদন্তে বেরিয়ে আসে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ শীর্ষ খবর