করোনা পরীক্ষায় জালিয়াতির কথা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।
বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যে রিপোর্ট দেয়া হয়েছিলো তার বেশিরভাগ ভুয়া।
আব্দুল বাতেন বলেন, করোনার ওইসব রিপোর্ট তৈরিতে কম্পিউটারসহ যে মেশিনগুলো ব্যবহার করা হয়েছিল তা আগেই সরিয়ে ফেলা হয়েছিলো। সেই মেশিনগুলো উদ্ধারে অভিযান চালানোর কথা জানান আব্দুল বাতেন।
এছাড়া জেকেজি গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরীনা ও আরিফের প্রতারণার বিষয়ে তাদের দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।