বরিশালে বিএনপির মিছিলে হাতাহাতি

বরিশালে বিএনপির মিছিলে হাতাহাতি

মিছিলের সামনে থাকাকে কেন্দ্র করে বরিশাল বিএনপির দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক কর্মী আহত হন।

রোববার দুপুরে নগরীর কাটপট্টি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর বিএনপি।

বেলা ১২টায় নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি ফজলুল হক এভিনিউ, চকবাজার এলাকা অতিক্রম করে কাটপট্টি পৌঁছলে সামনে যাওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেন মেবুল ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টুর মধ্যে তর্ক হয়। মুহ‍ূর্তের মধ্যে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় পিন্টুর ছোট ভাই মোস্তাফিজুর রহমান লিটু এগিয়ে আসলে তার সঙ্গেও মেবুলের তর্ক বাধে। এক পর্যায়ে মেবুলের সমর্থকরা লিটুকে মারধর করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু বাংলানিউজকে জানান, মিছিলে একটু ধাক্কাধাক্কি হবেই। তবে তেমন কিছু হয়নি। আর ছোট ভাই মোস্তাফিজুর রহমান লিটু দেশের বাইরে থাকে। সম্প্রতি সে দেশে এসেছে। তাই সে সবাইকে তেমন চেনে না এবং তাকেও কেউ চেনে না।

এ ব্যাপারে জানার জন্য জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেন মেবুলের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, “ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনীতি