অনির্দিষ্টকালের অনশনে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার পাইলটরা

অনির্দিষ্টকালের অনশনে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার পাইলটরা

অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান চালকরা। আন্দোলনের দেড় মাস পেরিয়ে গেলেও পাইলটদের দাবির ব্যাপারে সরকার কোন ইতিবাচক সাড়া না দেওয়ায় রোববার থেকে এ অনশন শুরু করার ঘোষণা দিয়েছে তারা।

পদোন্নতি বিধি পরিবর্তন, বেতন-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে গত মাসে আন্দোলন শুরু করে এয়ার ইন্ডিয়ার পাইলটদের একাংশের সংগঠন ‘এয়ার ইন্ডিয়ান পাইলটস’ গিল্ড (আইপিজি)।

গত শনিবার ধর্মঘটী পাইলটরা জানিয়েছে,  এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বৈষম্য আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আইপিজির ১০ জন সদস্য রোববার অনশন শুরু করবে।

আইপিজির এক নেতা বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এ ধর্মঘটের অবসান ঘটাতে চাই। কিন্তু আমাদের বরখাস্ত হওয়া ১০১ জন সহকর্মীকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।’

অনশন শুরু করতে যাওয়া ১০ জন বিমান চালকের সঙ্গে তাদের পরিবার ও ধর্মঘটী অন্য পাইলটরাও অচিরেই যোগ দেবে বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এ পাইলট নেতা অভিযোগ করেন, ‘আমরা সবচে বেশি বেতন পাই-  সবার মধ্যে এমন একটি অলীক ধারণা আছে। অথচ আমাদের বেতন নিয়ে যে রূপকথা প্রচলিত সে পরিমাণ বেতন মোটেও আমরা পাই না।’

এদিকে গত ৭ মে থেকে শুরু হওয়া এয়ার ইন্ডিয়ার দূর পাল্লার বিমান চালকদের এই আন্দোলন কর্মসূচিকে অবৈধ ঘোষণা করেছে সরকার ও দিল্লী হাইকোর্ট।

টানা এ ধর্মঘটের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ সরকারি বিমান পরিবহন কোম্পানি। পাইলট সঙ্কটের কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ধর্মঘট শুরু হওয়ার পর থেকে এ বিমানের ৪৫টি ফ্লাইটের মধ্যে এখন ৩৮টি চালু রাখতে পেরেছে তারা।

আন্তর্জাতিক