প্রধানমন্ত্রী আশরাফ গিলানিকে অনুসরণ করলে আদালতে যাবেন ইমরান

প্রধানমন্ত্রী আশরাফ গিলানিকে অনুসরণ করলে আদালতে যাবেন ইমরান

নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ তার পূর্বসূরী ইউসুফ রাজা গিলানিকে অনুসরণ করে প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করতে সুইস ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি না লিখলে আদালতে যাবেন বলে হুমকি দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

এর আগে মানি লন্ডারিংয়ের মামলা পুনরায় চালু করতে সুইস ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি লেখার জন্য দেওয়া সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করেন সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এর জেরেই আদালত অবমাননার দায়ে তাকে অযোগ্য ঘোষণা এবং সাংসদ পদ বাতিল করে রায় দেন সুপ্রিমকোর্ট।

এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ তার সেই পূর্বসূরীর পদাঙ্ক অনুসরণ করলে তেহরিক-ই-ইনসাফ আদালতে যাবে বলে শনিবার ঘোষণা দিয়েছেন দলের প্রধান ইমরান খান।

এদিন হায়দারাবাদে একটি জনসমাবেশ এবং পরে মিরপুরখাসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইমরান খান।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রেসিডেন্ট জারদারি সুইস ব্যাংকে ৬ কোটি ডলার জমা রেখেছেন। একই সঙ্গে পাকিস্তান মুসলিম লিগ-এন এর প্রধান নওয়াজ শরিফও সমানভাবে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন তিনি। তিনি বেলন, বিদেশের অনেক ব্যাংকে নওয়াজের বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে।

ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্যতার জন্য এক সময় হাইকোর্ট কর্তৃক তিরস্কৃত একজন ব্যক্তি কী করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এ সাবেক ক্রিকেটার বর্তমানের তুখোড় রাজনীতিক।

তিনি বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষিতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কাওমি মুভমেন্টের সঙ্গে তার দল পিটিআইয়ের তুলনা হয় না।

দ্রুত সাধারণ নির্বাচনের দাবিই পিটিআই’র বর্তমান রাজনৈতিক কৌশল বলে স্বীকার করে ইমরান জানান, আগামী নির্বাচনের জন্য জামায়াত-ই-ইসলামির সঙ্গে জোট গঠনের বিষয়টি তিনি বিবেচনায় নিতে পারেন। তবে নওয়াজ শরিফের মুসলিম লিগের সঙ্গে জোট গঠনের যে কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইমরান খান। প্রেসিডেন্ট জারদারির মতো নওয়াজকেও বিদ্যমান পরিস্থিতির জন্য সমানভাবে দায়ী বলে মনে করেন তিনি।

এদিন হায়দারাবাদের আবদুল হাদি নিজামানি গ্রামে গণজমায়েমে ভাষণ দেওয়ার সময় ইমরান খান বলেন, আসিফ আলী জারদারি যতোদিন প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন ততোদিন পাকিস্তানে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

আগামী মার্চে সরকারের পাঁচ বছর পুর্তির আগেই বড় কিছু ঘটে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী রাজা পারভেজই পারেন প্রেসিডেন্টকে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচাতে কারণ তিনি নিজেই ৪০ হাজার কোটি রুপির দুর্নীতি নিয়ে নাজেহাল অবস্থার মধ্যে আছেন।”

দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে সিন্ধু এবং বেলুচিস্তানে খুব ভাল সাড়া পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইমরান খান।

পাকিস্তানে আগামী নেতৃত্বে ইমরান খানকেই দেখছেন অনেক বিশ্লেষক। বিশেষ করে মার্কিন বিরোধী মনোভাব সম্পন্ন সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে এবং বেলুচিস্তান সমস্যা নিয়ে কথা বলার কারণে দেশজুড়ে ভাল সমর্থন পাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক