ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ের

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ের

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের নতুন করে চিনিয়েছে স্বাগতিকরা। তাদের অনবদ্য পারফরমেন্সের কাছে আত্মসমপর্ণ করেছে সফরকারীরা। হাশিম আমলার দলকে ৯ উইকেটে হারিয়ে প্রতিযোগিতার শিরোপা উঁচিয়ে ধরেছেন মাসাকাদজারা।

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ১৪৬/৬ (ওভার ২০)
জিম্বাবুয়ে ইনিংস: ১৫০/১ (ওভার ১৭.১)
ফল: জিম্বাবুয়ে ৯ উইকেটে জয়ী

প্রস্তুতি ম্যাচ ও সিরিজের খেলায় বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জিম্বাবুয়ে। যদিও শেষ দিকে ভালো পারফরমেন্স করেও জটিল সমীকরণের ফাঁদে পড়ে বিদায় নিয়েছে মুশফিকুর রহিমের দল। তবে প্রতিযোগিতার ফাইনালে অন্যরকম জিম্বাবুয়েকে পরখ করেছে দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়াস অধিনায়ক হাশিম আমলা। ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং তোপে নাকাল হয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করতে পারে তারা।

জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিং মোকাবেলা করে বড় স্কোর গড়তে পারেনি সফরকারীরা। শেষপর্যন্ত ডু প্লেসিসের ৬৬ ও অ্যালবি মর্কেলের অপরাজিত ৩৪ রানের কল্যাণে লড়াইয়ের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। দুটি উইকেট নেন কাইল জার্ভিস।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াস বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা ও অধিনায়ক ব্রেন্ডন টেলর। তাদের রুদ্রমূর্তিতে এক উইকেট হারিয়েই লক্ষ্য টপকে যায় জিম্বাবুয়ে। হার না মানা ৫৯ রান করেন ম্যাচ সেরা ব্রেন্ডন টেলর। এছাড়া ৫৮ রানে অপরাজিত ছিলেন সিরিজ সেরা মাসাকাদজা।

খেলাধূলা