আওয়ামী লীগের আলোচনা সভায় নেতারা শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া উপায় নেই

আওয়ামী লীগের আলোচনা সভায় নেতারা শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া উপায় নেই

আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের নেতারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় সবাই স্বাধীনতা ভোগ করছেন। দলের ভেতরে-বাইরে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছেন। এ ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া উপায় নেই। তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও তারা মন্তব্য করেছেন।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় নেতারা এ মন্তব্য করেন।

আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, ‘‘শেখ হাসিনা দীর্ঘ ৩২ বছর দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘজীবী হোন। আগামী ৩২ বছরও তিনি আওয়ামী লীগের সভাপতি থাকুন। তাহলে আমরা স্বাধীন থাকবো। আর তা না হলে কোনো উপায় নেই।’’

সৈয়দ আশরাফ বর্তমান সরকারের উন্নয়নের দিকগুলো তুলে ধরে বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের শত্রু, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এরপরও নানা সমালোচনা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দল থেকে সমালোচনা হচ্ছে। দলের ভেতর থেকে হচ্ছে। দলের নেতা এমপি-মন্ত্রীরাও বলছেন। যার বলার প্রয়োজন তিনি বলছেন, যার বলার প্রয়োজন নেই তিনিও বলছে। বিশ্বের অন্যান্য দেশের পত্রিকায় মৃত ব্যক্তির ছবি ছাপা হয় না। আমাদের দেশে খণ্ড-বিখণ্ড লাশের ছবি ছাপা হয়।

‘‘আমরা এতো স্বাধীন, এতো বলার স্বাধীনতা পৃথিবীর কোথাও নেই। শেখ হাসিনা থাকলেই আমরা স্বাধীনতা ভোগ করতে পারবো।’’ বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ।

আলোচনাকালে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, বিনা শর্তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার সরকারের উদ্দেশ্যে বলেন, জাতীয় পার্টি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটে আছে, থাকবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘‘জাতীয় পার্টির পক্ষ থেকে আপনার প্রতি সহযোগিতা থাকবে। হয় তো জাতীয় পার্টির নেতাকর্মীদের কিছু প্রত্যাশা থাকতে পারে। আপনি অনেক উন্নয়ন করেছেন। পদ্মা সেতুও আপনাকেই করতে হবে। আপনিই পারবেন, পদ্মা সেতু করতে।’’

‘‘দেশ যতো দিন থাকবে, মহাজোটও ততোদিন থাকবে। মহাজোট টিকিয়ে রাখার দায়িত্ব আপনার। মহাজোট থাকলে এরশাদের সমর্থন থাকবে।’’ বলেও জানান জাপার মহাসচিব।

রাজনীতি