আনসার বাহিনীর ৬৩২ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ৩৫৮

আনসার বাহিনীর ৬৩২ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ৩৫৮

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা যুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। এ পর্যন্ত আনসার বাহিনীতে ৭ জন কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩২ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৩৫৮ জন

আজ শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে এ বাহিনীর সর্বমোট ৬৩২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৭ জন, ব্যাটালিয়ন আনসার ২০৪ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৯৪ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ৭ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ২ জন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪০১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৩১ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩৫৮ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৬ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৯৫ জন, সাধারণ আনসার ২৫২ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল/হোম কোয়ারেন্টাইনে আছেন ১৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীতে মৃত্যুবরণ করেছেন তিন জন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্মুখভাগে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রতি বিশেষ নজরদারী বাড়াতে বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এর পাশাপাশি আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়েও তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ শীর্ষ খবর