অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। ডিবিসিকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক ড. মিজানুর রহমান।
এর আগে তিনি বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপালন করেছেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮১ সালে তিনি উক্ত বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।
১৯৯১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আই আই টি) খারাগপুর থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন তিনি।