করোনা সংক্রমণ রোধে সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এবছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে একথা জানান তিনি।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে এবার কোরবানির পশুর হাট বসা নিয়ে দ্বিধা ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪টি অস্থায়ীসহ ১৬টি কোরবানির পশুর হাট বসবে। অন্যদিকে, উত্তর সিটি করপোরেশনে হাট বসবে গাবতলীসহ বারোটি। যে সংখ্যা গত বছরের প্রায় সমান। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশুর হাট ইজারার জন্য বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, পশুর হাটে মানুষের সমাগম বাড়লে স্বাস্থ্য বিধি মানা হবে না, বরং ঝুঁকির আশঙ্কাই বেশি।