শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ভিশন-২০২১ সফল করতে হলে অর্থনীতিতে শিল্পের অবদান বৃদ্ধি করে ৪০ শতাংশ করতে হবে।
শনিবার সকাল ১১টায় এফবিসিসিআই ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ইকোনোমিক্স জোন ফর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর: “অপরস্যুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিল্পের অবদান বৃদ্ধির লক্ষ্যে আমরা ৫টি শিল্পনগরী তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে ২টি চট্টগ্রামে, একটি সিরাজগঞ্জ, একটি সিলেট ও একটি মংলায়। এতে বিদেশি সকল বিনিয়োগকারী দেশ বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগ করার সমান সুযোগ পাবে।
এছাড়া সেমিনারে অন্য বক্তাদের বক্তব্য এবং মুক্তমত আলোচনায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ওঠে এলে শিল্পমন্ত্রী সে প্রসঙ্গে একাত্মতা প্রকাশ করে আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন, শিল্পনগরীতে অটোমোবাইল, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিংকে আলাদা জায়গা দেওয়া হবে।
এফবিসিসিআই’র সভাপতি একে আজাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ ইকোনোমিক্স জোন অথরিটিরি সচিব এবং নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ও শিল্প মন্ত্রণালয় সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সামিট অ্যাসেটের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান।