দুই দফা টেস্টে পাকিস্তানের ১০ জন ক্রিকেটারের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে গতকাল মঙ্গলবারই করোনা ধরা পড়ে সাতজনের শরীরে। যাদের মধ্যে ছিলেন মোহাম্মদ হাফিজও। কিন্তু ব্যক্তিগতভাবে টেস্ট করালে হাফিজের শরীরে করোনা ধরা পড়েনি।
আজ বুধবার হাফিজ নিজেই জানান তার করোনা নেগেটিভ আসার কথা। এক টুইটে হাফিজ লিখেন, ‘গতকাল পিসিবির ফলাফল মোতাবেক করোনা পজিটিভ হওয়ায় আমি নিজের সন্তুষ্টির জন্য পরিবারের সবাইকে নিয়ে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার পরীক্ষা করাই। আলহামদুলিল্লাহ্। আমি এবং আমার পরিবারের সবার ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক।’
গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। এর আগে ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা শাদাব খান, হারিস রউফ এবং হায়দার আলী করোনায় আক্রান্ত হয়েছেন।
পিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে আক্রান্ত হওয়া ৭ ক্রিকেটার হলেন- ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজ।