দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এর বিমান বহরে এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে ৪টি জেটস্ট্রিম উড়োজাহাজ যোগ হতে যাচ্ছে। এর মধ্যে তিনটি ১৮ আসনের ও একটি ১০ আসনের উড়োজাহাজ।
১০ আসনের উড়োজাহাজ -যা কর্পোরেট এক্সিকিউটিভদের জন্য, ঢাকা-চট্টগ্রাম এবং অন্যান্য গন্তব্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য চার্টার সার্ভিস হিসাবে ব্যবহারের সুযোগ পাবে। জেটস্ট্রিম উড়োজাহাজ দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ ব্রিটিশ এয়ারস্পেসের তৈরি।
১৮ আসনের উড়োজাহাজ দিয়ে বরিশাল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা এবং বাগেরহাট বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা করা হবে।
জেটস্ট্রিম উড়োজাহাজ কর্পোরেট মার্কেট ও ভ্রমণ পিপাসুদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং ব্যয় সাশ্রয়ী সংকোচনের মাধ্যমে চার্টার সার্ভিস প্রদান করতে পারবে। অন্যান্য উড়োজাহাজের তুলনায় বিশ্বমানের নিরাপত্তা বজায় রেখে প্রতিযোগিতামূলক খরচে এ ধরনের উড়োজাহাজ অত্যন্ত জনপ্রিয়।
২০০৭ সালের ১০ জুলাই ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে সিলেট উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। ইউনাইটেডের বিমান বহরে রয়েছে দু’টি ড্যাশ-৮ ১০০, দু’টি এটিআর-৭২, তিনটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট নয়টি উড়োজাহাজ।
ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশের পুঁজি বাজারে একমাত্র বিমান সংস্থা যা বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৮ জুন থেকে চট্টগ্রাম-কলকাতা পুনরায় শুরু হতে যাচ্ছে।
এছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও দেশের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।