শেষ হল রিও+২০: দরিদ্ররা উপেক্ষিত

শেষ হল রিও+২০: দরিদ্ররা উপেক্ষিত

বিশ্ব নেতাদের সম্মিলিত রাজনৈতিক ঘোষণার মধ্য দিয়ে শেষ হল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলন রিও+২০।  ২০ থেকে ২২ জুন এ তিন দিনব্যাপী সম্মেলনে নানা বিতর্ক, আলোচনা শেষে এ সম্মতিপত্রকে বলা হচ্ছে ব্রাজিল ঘোষণা।

ঘোষণা অনুসারে, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট দেশগুলো ৩ বছর সময় নেবে। গভীর সমুদ্রের জীবজগৎ রক্ষায়ও দেশগুলো একসাথে কাজ করার অঙ্গীকার করেছে।

তবে এবারের রিও+২০ সম্মেলনের ব্রাজিল ঘোষণা সামাজিক ও পরিবেশ সংশ্লিষ্ট নানা সঙ্কট সামাল দেওয়ার জন্য নিতান্তই দুর্বল বলে মনে করছে পরিবেশ ও উন্নয়ন সংশ্লিষ্ট দাতব্য সংস্থাগুলো।

কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অত্যধিক পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী শিল্পোন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকি বন্ধ করার সুপারিশ আমলেই আনা হয়নি জাতিসংঘের এই সম্মেলনে।

এছাড়া সম্মেলনের ছয়দিন ব্যাপী প্রস্তুতি মূলক আলোচনায় দরিদ্র জনগোষ্ঠীকে বিশুদ্ধ পানীয়, পর্যাপ্ত খাদ্য এবং আধুনিক জ্বালানি ব্যবহারের সুযোগ-সুবিধা প্রদানের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে অথবা আরো মারত্মকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে বলে দাতব্য সংস্থাগুলোর অভিযোগ।

পাশাপাশি রাশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সমর্থিত ভ্যাটিকানের বিরোধিতার কারণে সম্মিলিত ঘোষণা থেকে নারীর প্রজনন অধিকারের বিষয়টি বাদ পড়ায় সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়।

সম্মেলন শেষে বিগত সময়ে টেকসই উন্নয়নে কাঙ্খিত অগ্রগতি না হওয়ার কারণ হিসেবে করপোরেট শক্তিগুলোকেই দায়ী করেছেন জাতিসংঘ টেকসই উন্নয়ন প্রতিবেদনের (২৫ বছর আগে রচিত) রচয়িতা গ্রো হারলেম ব্রান্ডল্যান্ড।

আন্তর্জাতিক