বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন চালু করছে চিলি-ব্রাজিল

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন চালু করছে চিলি-ব্রাজিল

ব্রাজিলের তাম কোম্পানিকে একীভূত করে নেওয়ার মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন ব্যবস্থা চালু করতে যাচ্ছে চিলির লান এয়ারলাইনস। প্রয়োজনীয় সংস্কার শেষে এটি লাতাম নামে খুব শিগগির কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

দীর্ঘ দু’বছর আলোচনার পর তামের অংশীদাররা এই একীভূতকরণ প্রক্রিয়ার ব্যাপারে সম্মত হওয়ায় অবশেষে লান এয়ারলাইনস এ উদ্যোগে সফল হল।

নতুন নামে এই কোম্পানির সদরদপ্তর করা হবে চিলির রাজধানী সান্তিয়াগোতে।

বিমান পরিবহন ব্যবস্থায় বেশ উন্নতি করেছে ব্রাজিল এবং চিলি। তবে সম্প্রতি তারা পরস্পরের সবচে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সস্তা টিকিট এবং পরিসেবা ব্যবস্থানায় উন্নতি করতে না পারায় লাভ কমেছে ব্রাজিলের শীর্ষস্থানীয় বিমান কোম্পানি লামের।

এ অবস্থায় কোম্পানিটি একীভূত করে নিল প্রতিদ্বন্দ্বী চিলির লান এয়ারলাইনস। বিশ্বের ২০টিরও বেশি দেশে লানের বিমান পরিবহন সুবিধা রয়েছে। লাতাম এয়ারলাইনস গ্রুপ গঠন করার মতো যথেষ্ট সামর্থ তাদের রয়েছে। আর এটি সফলভাবে করতে পারলে লাতাম হবে ব্রাজিলের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সবচে বড় প্রতিদ্বন্দ্বী।

এদিকে লাতামের প্রধান নির্বাহী এনরিকো কুয়েতো এ ব্যাপারে বলেছেন, ‘নতুন এই কোম্পানি স্থানীয় বিমান পরিবহন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।’

তাম কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত কোম্পানি দু’টির যৌথ রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৩শ’ কোটি মার্কিন ডলার। সেদিক থেকে শীর্ষে থাকা এয়ার চায়নার পরেই তাদের অবস্থান।

নতুন এ পদক্ষেপের ফলে আগামী ৪ বছরে কোম্পানির পরিচালনা ব্যয় ৭০ কোটি ডলার পর্যন্ত কমবে। এ থেকে উভয় কোম্পানিই লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে

আন্তর্জাতিক