মাদ্রিদ গেলেন ২৭৩ জন প্রবাসী বাংলাদেশি

মাদ্রিদ গেলেন ২৭৩ জন প্রবাসী বাংলাদেশি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৭৩ জন বাংলাদেশিকে নিয়ে স্পেনের মাদ্রিদে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
শুক্রবার (১৯ জুন) সকাল ৮ টা ৩৫ মিনিটে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করবে।

বাংলাদেশ শীর্ষ খবর