গত ১৩ জুন টুইটারে শাহিদ আফ্রিদি নিজেই জানিয়েছিলেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই আফ্রিদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরু হয়ে যায়। শেষমেশ আফ্রিদি আবার নিজেই জানালেন তার বর্তমান শারীরিক অবস্থা কথা।
ফেসবুকে এক ভিডিও বার্তায় আফ্রিদি জানান, প্রথম কয়েকদিন ভীষণ অস্বস্তিতে ছিলেন। আপাতত তিনি ভালো রয়েছেন।
আফ্রিদি বলেন, গত কয়েকদিনে আমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আতঙ্কের কিছু নেই।
তবে শারীরিকভাবে ভালো থাকলেও আফ্রিদিকে কষ্ট দিচ্ছে নিজের সন্তানদের কাছে টেনে নিতে না পারা। এই পাক তারকা বলেন, ‘আমার কাছে সবথেকে কষ্টের বিষয় হল সন্তানদের খেয়াল রাখতে না পারা। তাদের বুকে জড়িয়ে ধরতে না পারা। আমি সন্তানদের অভাব টের পাচ্ছি।
আফ্রিদি আরও বলেছেন, আমি জানতাম আক্রান্ত হতে পারি। প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করেছি। তবে আগে আক্রান্ত হলে দুস্থ মানুষদের সাহায্য করতে পারতাম না।