লিওনেল মেসিকে ২০২৩ সাল পর্যন্ত রেখে দিতে চায় বার্সেলোনা। আর এজন্য আর্জেন্টাইন এই সুপারস্টারকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে কাতালান এ জায়ান্ট ক্লাব। এমন খবরই ছড়িয়ে পড়েছে স্প্যানিশ গণমাধ্যমে।
ন্যু ক্যাম্পে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর। তবে বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে চুক্তি নবায়ন নিয়ে দুপক্ষের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনাই হয়নি।
বর্তমান চুক্তির একটি ধারা বলছে, আগামী বছরের ১০ জুন চুক্তির মেয়াদ শেষে বার্সা ছাড়তে পারবেন মেসি। তবে মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, এখন বার্সা কর্তৃপক্ষ নতুন শর্তাবলীর চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে দলের প্রাণভোমরাকে।
নতুন চুক্তি হয়ে গেলে ২০২৩ সাল পর্যন্ত মেসিকে দলে রেখে দিতে পারবে বার্সা। তবে সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে চুক্তি বাতিল করতে পারবেন এ তারকা স্ট্রাইকার। ঠিকানা খুঁজে নিতে পারবেন নতুন কোনো ক্লাবে।
বার্সা অপেক্ষায় এখন মেসির বাবা জর্জের জন্য। তার বাবা আর্জেন্টিনা থেকে স্পেনে ফিরলেই চূড়ান্ত আলোচনার জন্য বৈঠকে বসবে দুপক্ষ। তবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শেষ হওয়ার পরই এই বৈঠকে বসতে চায় তারা।
এর আগে গুঞ্জন রটেছিল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা সাবেক শিষ্য মেসিকে নিজের দলে টানতে চান। সন্দেহ নেই নতুন চুক্তি স্বাক্ষর সেই গুঞ্জনে জল ঢেলে দেবে।