সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের করোনা চিকিৎসায় তিন হাসপাতালকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল তিনটি হচ্ছে- রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মর্ডান হাসপাতাল ও উত্তরায় জাপান ইষ্ট ওয়েষ্ট হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখাসমূহ) ডা: মো: আমিনুল হাসান স্বাক্ষরিত চিঠির কপি আজ হাসপাতালগুলোর কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে সময়মত ভর্তি ও চিকিৎসা নিতে পারছেননা। বিষয়টি উল্লেখ করে দেয়া সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদকের আবেদনের গুরুত্ব বিবেচনা করে তিন হাসাপাতালকে এই চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে ওই তিন হাসাপাতাল কর্তৃপক্ষকে করোনা আক্রান্ত সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।