ভার্চুয়াল বিচারে হাইকোর্টে নির্ধারিত অধিক্ষেত্রে মাই কোর্ট ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো: গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য-পপ্রুক্তি ব্যবহার অধ্যাদেশ ও প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালিত হচ্ছে।
ভার্চুয়াল বিচারে প্রধান বিচারপতি সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে বেঞ্চ গঠন করে দিয়েছেন। গঠিত এসব বেঞ্চে নির্ধারিত অধিক্ষেত্রে মাই কোর্ট ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।