বাগদাদে বাজারে বোমা হামলা, নিহত ১৩

বাগদাদে বাজারে বোমা হামলা, নিহত ১৩

ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ততম বাজরে শুক্রবার পৃথক দু্’টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শ’খানেক।

আল-হুসাইনিয়া শহরতলীতে মানুষ যখন বাজারে কেনাকাটা করছিল তখন প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।
এর ঠিক এক মিনিট পর ঘটনাস্থলে হাজির হলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
এদিকে শুক্রবার সকালের দিকে বাগদাদের বায়া জেলার একটি তল্লাশি চৌকিতে বন্দুধারীরা এলোপাতাড়ি গুলি চালালে তিন পুলিশ নিহত হয়।

চলতি মাসে ধারাবাহিক বোমা হামলায় ইরাকে নতুন করে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে।
সরকারি এক তথ্যে দেখা যায়, চলতি মাসে দেশজুড়ে ধারাবাহিক হামলায় এযাবৎ প্রায় ১শ’ ৩০ মানুষ প্রাণ হারিয়েছে।

 

আন্তর্জাতিক