গাড়ি থেকে নেমেই ইজিবাইক আটকালেন মন্ত্রী

গাড়ি থেকে নেমেই ইজিবাইক আটকালেন মন্ত্রী

শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিট। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি সড়ক দিয়ে মোক্তারপুর যাওয়ার সময়ে হঠাৎ করেই গাড়ি থেকে নেমে গেলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ছুটে গেলে রাস্তার পাশে থাকা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের দিকে। মন্ত্রীর আসা দেখে ওই বাইকের চালক যাত্রী রেখেই রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যান।

নাছোড়বান্দা মন্ত্রী পরে আটকে দেন রাস্তাটি দিয়ে চলাচলরত আরও একটি ইজিবাইক। কথা বলেন চালক সোহেলের সঙ্গে। মন্ত্রী জানতে চান, কিভাবে ইজিবাইকটি চালানো হচ্ছে, আর বিদ্যুৎ কোথায় থেকে পেলেন চালকেরা। সোহেল অকপটে স্বীকার করলেন, তিনি বিদ্যুৎ চুরি করেই ব্যাটারি চার্জ দেন।

একথা শুনে কপালে চোখ উঠে যাওয়ার মতো অবস্থা মন্ত্রীর। তিনি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কারণেই দেশে লোডশেডিং হচ্ছে।

মন্ত্রীকে কয়েকজন চালক জানান, তারা বাধ্য হয়েই এ বাইক চালাচ্ছেন। বেকারত্ব দূর করতে তাদের এ বাইক কাজে আসছে। সুতরাং, এটা বন্ধ না করার অনুরোধ জানান তারা। তবে তারা এটাও স্বীকার করেছেন, এ পরিবহন অনেক ঝুঁকিপূর্ণ। এর কোনো লাইসেন্স নেই বলেও জানান চালকেরা।

মন্ত্রী পঞ্চবটি থেকে মোক্তারপুর পর্যন্ত ৫ থেকে ৬টি স্থানে গাড়িবহর থামিয়ে রাস্তায় চলাচল করা ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ইজিবাইক চালকদের কাছে কাগজপত্রও দেখতে চান। ইজিবাইকের ব্যাটারি কিভাবে চার্জ করা হয়, সে খবরও চালকদের কাছ থেকে নেন মন্ত্রী।

বাংলাদেশ