ভোলার চরফ্যাশনে একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৩ সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৩০ জনকে চরফ্যাশন ও ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন- দৈনিক মতবাদের জামাল মোল্লা, মাউনুদ্দিন জমাদার ও দৈনিক আজকের ভোলা প্রতিনিধি ইয়াছিন আরাফাত।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের কারামুক্তি উপলক্ষে বিকেলে সদর রোডে সংবর্ধনার আয়োজন করে চরফ্যাশন উপজেলা বিএনপি।
একই স্থানে আওয়ামী লীগ নেতা হারুনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে যুবলীগ ও ছাত্রলীগ।
এ ঘটনা নিয়ে দুপুর থেকেই দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপ বাজারের পাল্টা-পাল্টি মিছিল করে।
এরপরই বিকেল সাড়ে ৪টার দিকে উত্তেজনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিকাল ৫টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ৫০ জন আহত হন। আহতদের ভোলা ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভোলা সহকারী পুলিশ সুপার মো. মাহাফুজুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্তিতি এখন কিছুটা শান্ত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপ বাজারে মহড়া দিচ্ছিল বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন।