ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে ফোনসিডিল উদ্ধার করতে গিয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই)আব্দুল আলীমসহ ৭ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার যদিবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মতিন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, এসআই আব্দুল আলীম, কনস্টেল রাশেদুল, এনামুল (১০), বিপ্লব (১৩), আজিবর (১৪), সাগর ও সাল্টু।
হাসপাতালে ভর্তি পুলিশসহ ৬ জনের মধ্যে বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবাইদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলার যদিবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মতিন সরদারের বাড়িতে ফেনসিডিল উদ্ধারে অভিযান চালানো হয়।
এ সময় ঘরের মধ্যে ফেনসিডিলের কার্টুন নাড়াচাড়া করতেই একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই গোয়েন্দা পুলিশের এক এসআইসহ ৭ জন আহত হন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা ও ১২ কার্টুনে রাখা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এ ব্যাপারে মহেশপুর থানায় এখনও কোনো মামলা হয়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তাজুল ইসলাম জানান।