কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? পিপিপির মনোয়ন লাভে এগিয়ে রাজা আশরাফ

কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? পিপিপির মনোয়ন লাভে এগিয়ে রাজা আশরাফ

দুর্নীতি মামলায় মাখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী হিসেবে নতুন একজন প্রার্থী ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন জোটের প্রধান শরীক পাকিস্তান পিপলস পার্টি।

এর আগে বুধবার মাখদুম শাহাবুদ্দিনকেই প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয় পিপিপি। তবে বিপত্তি ঘটে যখন পাকিস্তানের একটি ফৌজদারি আদালত বৃহস্পতিবার মাখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। ফলে আগামী শুক্রবার অনুষ্ঠেয় পার্লামেন্টের ভোটাভুটিতে জারদারি মনোনীত এই প্রধানমন্ত্রী প্রার্থীর সম্ভাবনা প্রায় বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার রাতেই পিপিপি নেতারা প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের প্রার্থী ঠিক করবেন বলে জানিয়েছে পাকিস্তানের ডন নিউজ।  পিপিপির একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ডন জানায়, বৃহস্পতিবার রাতের বৈঠকেই চূড়ান্ত হবে শেষ পর্যন্ত কে হবেন পিপিপি মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী।

এ ব্যাপারে পিপিপির মুখপাত্র সাইদ খুরশেদ শাহ বৃহস্পতিবার পার্লামেন্ট হাউজে সাংবাদিকদের বলেন, বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে ক্ষমতাসীন জোট আজ রাতেই প্রধানমন্ত্রী পদে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে।

বৃহস্পতিবার পিপিপির তরফে তিনজন প্রার্থীর পক্ষে পার্লামেন্ট সচিবালয়ে মনোয়নপত্র দাখিল করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বৃহস্পতিবার পার্লামেন্ট সচিবালয়ে প্রধানমন্ত্রী পদে ৫ টি মনোয়ন পত্র জমা পড়ে বলে জানা গেছে। পিপিপির তিন প্রার্থীর মধ্যে রাজা পারভেজ আশরাফ এবং কামার জামান কায়রা পাশাপাশি মাখদুম শাহাবুদ্দিনের পক্ষেও মনোয়ন পত্র জমা দেওয়া হয় বলে জানা গেছে।

পিপিপির পাশাপাশি প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজের) তরফে মেহতাব আব্বাসির পক্ষে মনোয়ন পত্র জমা দেওয়া হয়। পাশাপাশি অপর বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের  প্রধান মাওলানা ফজলুর রহমানও তার মনোয়ন পত্র দাখিল করেন বলে জানা গেছে।

এদিকে পাকিস্তানের অপর সংবামমাধ্যম জিও নিইজ পিপিপির একটি ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাজা পারভেজ আশরাফকেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে মনোয়ন দেবে পিপিপি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এখনও এ ব্যাপারে কোনো ঘোষণা না আসায় এ বিষয়ে সংশয়ের অবকাশ থেকেই যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।

আগামী শুক্রবার আহবান করা পাকিস্তান পার্লামেন্টের অধিবেশনে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের এক রায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অযোগ্য ঘোষিত হলে দেশের প্রধানমন্ত্রীর পদ ফাঁকা হয়ে যায়।  পার্লামেন্টের স্পিকারের একটি রুলিংয়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেন মঙ্গলবার।

আন্তর্জাতিক