সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রাজ্জাক নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগের অপর গ্রুপের কর্মীরা।

জানা গেছে, রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে ছাত্র।

বুধবার দুপুর ১টায় নগরীর শামীমাবাদস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে ক্যাম্পাস গেইটের সামনে রাজ্জাককে একা পেয়ে ছাত্রলীগ কর্মী ডালিম, জিহান ও রোকসান জনিসহ ১০ থেকে ১৫ জন দা ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে।

পরে রাজ্জাককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে কোতয়ালী থানার লামাবাজার ফাঁড়ি ইনচার্জ খসরুল আলম বাদল বাংলানিউজকে বলেন, ‘ছাত্রলীগের একটি গ্রুপ অপর গ্রুপের এক কর্মীকে পিটিয়ে জখম করেছে। তবে পুলিশ ঘটনার পরে এসে বিষয়টি জানতে পারেছে।’

এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ছাত্রলীগ কর্মী  বিবিএ চতুর্থ বর্ষের জিহান, এলএলবি চুতর্থ বর্ষের রোকসান, ইংরেজি চতুর্থ বর্ষের জনি বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একাধিকবার বহিষ্কার করে।
এছাড়া স্থানীয় এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সূত্র আরও জানায়, রাজ্জাকের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ডালিমের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরেই তাকে একা পেয়ে কুপিয়ে আহত করেছে তারা।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপাচার্য, উপ- উপাচার্য না থাকায় অনেকটা কর্তৃপক্ষহীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে অচালাবস্থা চলছে।

রাজনীতি