দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয় ১১৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
এর আগে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ডিএসইতে লেনদেন হয় মাত্র ১০৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার। ওই দিনের পর বৃহস্পতিবার ডিএসইতে সর্বনিম্ন লেনদেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
বাজার বিশ্লেষকরা বলছেন, এসইসির ২ ধারার বিরুদ্ধে দায়ের করা রিটের নিষ্পত্তি না হওয়ায় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারিয়ে ফেনছেন। ফলে তারা বর্তমান বাজার দর দিয়ে সব শেয়ার বেচে দিচ্ছে এবং অনেকের বেশি লোকসানের কারণে শেয়ার বিক্রি করতে পারছে না তাই বাজারে লেনদেন কম হচ্ছে।
তাদের মতে, রিটের রায় কি হয় সে অনুযায়ী তারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। রিটের রায় এসইসির পক্ষে গেলে পরিচালকদের মধ্যে যারা গত ২১ মে তারিখের মধ্যে ২ শতাংশ শেয়ার কেনেননি তাদের পদ হারাতে হবে। যদিও এসইসি এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।