চট্টগ্রামে গ্রীষ্মকালীন আবাসন মেলা শুক্রবার থেকে

চট্টগ্রামে গ্রীষ্মকালীন আবাসন মেলা শুক্রবার থেকে

বন্দরনগর চট্টগ্রামে ১০০ প্লাস প্রোপার্টিজ লিমিটেডের ৯ দিনব্যাপী “গ্রীষ্মকালীন আবাসন মেলা ২০১২” শুক্রবার শুরু হচ্ছে।

এদিন বিকেল ৩ টায় আগ্রবাদের হোটেল সেন্ট মার্টিনে মেলার উদ্বোধন করবেন জামে আহমেদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী।

শুক্রবার থেকে শুরু হওয়া মেলায় ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

মেলায় প্লট বুকিং দিলেই থাকছে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ৩ কাঠা প্লট, প্রাইভেটকার এবং ল্যাপটপসহ বিভিন্ন পুরষ্কার পাওয়ার সুযোগ।

এছাড়া শুধুমাত্র মেলায় অংশ নিলেই ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম এয়ার টিকিট জিতে নেওয়ার সুযোগ থাকছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১০০ প্লাস প্রোপার্টিজ লিমিটেড দেশের অন্যতম শিল্প গ্রিন বেঙ্গল গ্রুপ অব কোম্পানিজ’র অঙ্গ প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্রিন বেঙ্গল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ইউছুপ মিয়া।

অর্থ বাণিজ্য