ম্যাট্রিক্স ব্র্যান্ডের আন্তর্জাতিক সিম কার্ডের মাধ্যমে বিদেশ থেকে দেশের সঙ্গে ফোন কল আদান-প্রদান শুরু হলো।
ডাটা কার্ডের মাধ্যমে ইন্টারনেট যোগাযোগের জন্য বিশ্বের ৬৬টি দেশে ম্যাট্রিক্স ইন্টারন্যাশনাল সর্ভিসেস ও ইন্ট্রাকো লিমিডেট যৌথভাবে এ সেবা চালু করেছে।
বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ট্রাকো লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ম্যাট্রিক্স ব্র্যান্ডের সিম ও ডাটা কার্ড সার্ভিসের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জিয়া আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশে ম্যাট্রিক্স-এর প্রধান কার্যনির্বাহী ওয়ালীদ সামীর এ আজিম ও ইন্ট্রাকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান মনোয়ারা হাকিম।
আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সময় একজন ভ্রমণকারী যে দেশে যাচ্ছেন সে দেশের ম্যাট্রিক্স সিম কার্ড দেশ থেকেই, দেশি মুদ্রায় সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন। বিদেশ পৌঁছার পরপরই এই ম্যাট্রিক্স সিম কার্ড ব্যবহার করে দেশে-বিদেশে কল করতে পারবেন। এ জন্য রোমিং কলচার্জের মতো উচ্চহারে কলচার্জ পরিশোধ করতে হবে না এবং দেশ বিশেষে রোমিং চার্জের তুলনায় শতকরা ৮০ ভাগ পর্যন্ত সাশ্রয়ী মূল্যে কল আদান প্রদান করা যাবে। ম্যাট্রিক্স সিম কার্ডে ইনকামিং কল চার্জমুক্ত থাকবে। ম্যাট্রিক্স ডাটা কার্ড ব্যবহার করে গ্রাহক বিদেশে ব্ল্যাকবেরি সার্ভিস এবং স্মার্টফোন যেমন আই-ফোন, আই-পেড ও ল্যাপটপ/নোটবুক এর মাধ্যমে ইন্টারনেট সেবা ভোগ করতে পারবেন।
সরকারি-বেসরকারি পর্যায়ে বিদেশে ব্যবসা সংক্রান্ত কাজ এবং আর্ন্তাতিক সভায় যোগদান, ট্যুরিস্ট, শিক্ষাসফর, উচ্চশিক্ষা এবং চিকিৎসাসহ বিভিন্ন উপলক্ষে যারা বিদেশে আসা-যাওয়া করেন তাদের জন্য ম্যাট্রিক্সের এই সেবা একটি নতুন দিগন্ত উম্মোচিত করবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হজ এবং ওমরাহ যাত্রীদের বিনামূল্যে বাংলাদেশেই সিম কার্ড বিতরণ করার ঘোষণা দেয় ইন্ট্রাকো লিঃ। এতে করে হজ এবং ওমরাহ যাত্রীরা যাত্রার এক মাস আগে থেকেই পরিবার পরিজনকে তাদের নিজ নিজ মোবাইল ফোন নাম্বার জানিয়ে যেতে পারবেন এবং ঐ সিম কার্ড ব্যবহার করে সৌদি আরব পৌঁছেই বিনামূল্যে দেশে একটি কল করতে পারবেন। দেশে কল করা ছাড়াও দেশ থেকে ফ্রি ইনকামিং কল গ্রহণ করতে পারবেন বলে তারা উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ‘ব্যবসায়-বিনিয়োগ সহজ করার একটি অন্যতম উপাদান টেলিযোগাযোগের সুলভ ও সহজপ্রাপ্যতা। আন্তর্জাতিক রোমিং সম্পন্ন মোবাইলের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থা আশাব্যঞ্জক নয়। আশা করা যায় ম্যট্রিক্স সে ঘাটতি পূরণ করবে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা ঘরে বসেই তার ব্যবসায় পরিচালনার সুযোগ চায়। তাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সে সুযোগ তৈরি করতে হবে।
মন্ত্রী বলেন, মানুষ বিশ্বকে হাতের মুঠোয় আনার প্রতিযোগিতায় লিপ্ত। বাংলাদেশকে সে প্রতিযোগিতা মোকাবিলা করে বিশ্বে নিজের অবস্থান সুসংহত করতে হবে।
টেলিযোগাযোগ সেবায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে অগ্রাধিকারভিত্তিতে সহযোগিতা দেওয়া হবে।
জিয়া আহমেদ বলেন, ম্যাট্রিক্স সিম কার্ড দেশের টেলিযোগাযোগ খাতে আরও গতি আনবে। তিনি ম্যাট্রিক্সের অগ্রযাত্রার সাফল্য কামনা করেন।