অবশেষে জিতলো বাংলাদেশ

অবশেষে জিতলো বাংলাদেশ

অবশেষে জিম্বাবুয়েকে হারাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফিরতি লেগ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিদেরকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

জিম্বাবুয়ে ইনিংস: ১৪৯/৮ (ওভার ২০)
বাংলাদেশ ইনিংস: ১৫৩/৪ (ওভার ১৭.৩)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

১৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে গেলে শুরুটা ভালো হয় মোহাম্মদ আশরাফুলের। কিন্তু সে ধারা বেশিক্ষণ থাকেনি। দলীয় ২৫ রানে জুটি ভাঙ্গে। ১০ বলে ১৯ রান নিয়ে কাইল জার্ভিসের বলে বোল্ড হন আশরাফুল। অপর উদ্ধোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল খেলেন স্বভাব বিরুদ্ধ ইনিংস। ধীরগতিতে ১১ বলে ১৩ রান করে রান-আউট হন।

তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয় দ্বিতীয় ম্যাচেও হতাশ করেছেন। গ্রায়েম ক্রেমারের বলে ক্যাচ দেন ব্যক্তিগত ১৩ রানে। তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। চতুর্থ উইকেট জুটিতে আসে ৪৭ রান। মুশফিকুর রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ৩১ রান তুলে। তার ২৩ বলের ইনিংসে জয়ের ভিত তৈরি হয়।

মুশফিক সাজঘরে ফেরার পর দৃঢ় মানসিকতা নিয়ে ব্যাট করতে থাকেন নাসির। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৩১ বলে ৪১ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তিনি। মাহমুদুল্লাহ’ও ১৪ বলে ২৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। মূলত নাসির-মহমুদউল্লাহ’র ৫৪ রানের জুটিতেই ১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ওপেনার ভুসি সিবান্দাকে (১২) হারায় জিম্বাবুয়ে। পরে মাসাকাদজা এবং ব্রেন্ডন টেলরের জুটিতে যোগ হয় ৪৮ রান। ১৩ বলে ২৭ রান করে জিয়াউর রহমানের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন টেলর। ক্রেগ আরভিনকে উইকেটে জমতে দেননি মাহমুদউল্লাহ।

অবশ্য চতুর্থ উইকেটে মাসাকদজা ও মাতসিকেনেরির মধ্যে ৫১ রানের জুটি হয়। ব্যক্তিগত ২৭ রানে ইলিয়াস সানির বলে ক্যাচ আউট হন মাতসিকেনেরি। মাশরাফির শিকার হওয়ার আগে ৫৬ রান করেন মাসাকাদজা।

মাশরাফি বিন মুর্তজা অনেক ভালো বল করেছেন। চার ওভারে ২৮ রান দিয়ে দুটি উইকেট নেন। এছাড়া ইলিয়াস সানি, জিয়াউর রাহমান, আবুল হাসান ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন।

অন্যান্য