সময় মতো সুদের টাকা দিতে না পারায় হাতের ৪টি আঙুল হারাতে হলো নিরঞ্জন ভৌমিকের (৩৫)।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের জগদীশ খলিফার বাড়িতে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবারের সদস্যরা জানান, কাঠমিস্ত্রি নিরঞ্জন ভৌমিক কয়েক মাস আগে মাসিক ১০ শতাংশ হার সুদে উপজেলার ৪নং সহদেবপুর পূর্ব ইউনিয়নের আকানিয়া গ্রামের বিএনপি নেতা সাবেক ইউপি মেম্বার আব্দুর রবের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন।
কিন্তু নির্দিষ্ট সময়ে ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। গত এক মাস পূর্বে নিরঞ্জন ৭ হাজার টাকা পরিশোধ করে। গত বুধবার আসল ও সুদের টাকা দেওয়ার কথা ছিল।
নিরঞ্জনের কথা মতো আব্দুর রব বুধবার সকালে নিরঞ্জন ভৌমিকের বাড়িতে এসে পাওনা টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি লেগে যায়। এক পর্যায়ে আব্দুর রব ক্ষিপ্ত হয়ে ঘরের পাশে থাকা ধাঁরালো কাচি দিয়ে নিরঞ্জনের বাম হাতের ৪টি আঙুল কেটে ফেলে।
নিরঞ্জনের আর্তচিৎকারে বাড়ির আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে নিরঞ্জনকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে নিরঞ্জন সেখানেই চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় নিরঞ্জনের প্রাণনাশের আশংকা না থাকলেও ভবিষ্যতে এ হাত দিয়ে নিরঞ্জন কোনো প্রকার কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে নিরঞ্জনের স্ত্রী দোপদী বাংলানিউজকে জানান, গত আলু মৌসুমে টাকা ঋণ নিয়েছিল আমার স্বামী। কিন্তু আলুর ফলন ভালো না হওয়ায় ঋণের টাকা পরিশোধ করতে পারেন নাই। এ জন্য তার হাতের আঙুল কেটে ফেলছে। একমাত্র তার আয়ে আমাদের সংসার চলে। কিন্তু তার এ ক্ষতি আমরা এখন কীভাবে পোশাবো? এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
এ ঘটনায় নিরঞ্জনের স্ত্রী কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
৪নং সহদেবপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন জানান, উভয় পক্ষ বিষয়টি আমাকে অবহিত করেছে। তারা যদি চায় আমি বিষয়টি ফয়সালা করে দিতে পারি।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তদন্ত স্বাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।