আশুলিয়ায় পোষাক কারখানা চালু, যোগ দিয়েছে শ্রমিকেরাও

আশুলিয়ায় পোষাক কারখানা চালু, যোগ দিয়েছে শ্রমিকেরাও

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনায় টানা চার দিন বন্ধ থাকার পর ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহষ্পতিবার সকালে আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে।

গত রবিবার শিল্পাঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোষাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চলের সকল কারখানার শ্রমিকদেরকে কোন রকম ঝামেলা ছাড়াই কারখানায় ঢুকতে দেখা যায়। তারা সকলেই শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে। তবে শ্রমিকদের বিরুদ্ধে মামলা থাকায় এবং অনেক শ্রমিক বাড়ি চলে যাওয়ায় শ্রমিক উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে।

এদিকে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ি, ইউনিক, শিমুলতলা, বেরন, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ, জিরাবসহ শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি র‌্যাব-পুলিশের টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও কোন ঝামেলা হয়নি।

এছাড়া যে কোন অপ্রীকর পরিস্থিতি নিয়ন্ত্রনে র‌্যাবের টহলের পাশাপাশি পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ১১ জুন থেকে সপ্তাহব্যাপী গার্মেন্ট  সেক্টরে ভাংচুর, অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধসহ অস্থিরতা চলার পর গত রবিবার থেকে শিল্প এলাকার প্রায় ৩৫০ কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে গার্মেন্টস মালিকদের সংঘঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

 

বাংলাদেশ