ফয়সালা শুক্রবার কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

ফয়সালা শুক্রবার কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আগামী ২২ জুন শুক্রবার পার্লামেন্টের অধিবেশন আহবান করেছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের লক্ষ্যেই পার্লামেন্টের এই অধিবেশন ডাকা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার দিনের শেষে প্রেসিডেন্টের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় শুক্রবার বিকেলে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন অনুষ্ঠানের জন্য সমন জারি করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

আদালত কর্তৃক গিলানি অযোগ্য ঘোষিত হওয়ায় একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যেই এই অধিবেশন আহবান করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সংশ্লিষ্ট কর্মকর্তা।

এর আগে দিনের শুরুতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেতা সাইদ খুরশিদ শাহ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামী শুক্রবার বিকেল সাড়ে পাচঁটায় ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন আহবান করা হতে পারে।

সর্বোচ্চ আদালত কর্তৃক পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে গিলানির দায়িত্ব পালন অবৈধ ঘোষিত হলে নতুন করে সংকট সৃষ্টি হয় পাকিস্তানের রাজনীতিতে। মঙ্গলবার ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পাশাপাশি গিলানির সংসদ সদস্য পদও বাতিল ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই রায়ের পরপরই করণীয় ঠিক করতে বৈঠকে বসে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরীক পাকিস্তান পিপলস পার্টি। তবে প্রথম দিন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে ব্যাপারে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি দলটির নেতৃত্ব।

প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার পিপলস পার্টির দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন আসিফ আলি জারদারি। দীর্ঘ বৈঠক শেষে পিপলস পার্টির থেকে প্রধানমন্ত্রী হিসেবে কারও নাম চূড়ান্তভাবে প্রস্তাব না করা হলেও প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে শুক্রবার পার্লামেন্ট অধিবেশন আহবান চূড়ান্ত করা হয়।

অবশেষে বুধবার দিনের শেষে এ ব্যাপারে সমন জারি করেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সমন অনুযায়ী শুক্রবার ২২ জুন বিকেলে পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন বসবে। ধারণা করা হচ্ছে এই অধিবেশনেই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী চূড়ান্ত হবেন।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, গিলানির জায়গায় পিপিপির পছন্দের তালিকায় শীর্ষে আছেন বর্তমান ক্যাবিনেটের বস্ত্রমন্ত্রী মাখদুম শাহাবুদ্দিন ও প্রতিরক্ষা মন্ত্রী চৌধুরী আহমেত মুখতার।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় সভায় এ দু’জনের নাম চূড়ান্ত হয় বলে  জানায় তারা।

পিপিপির পক্ষ থেকে বুধবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও পরবর্তীতে প্রধানমন্ত্রী চূড়ান্ত করার দায়িত্ব প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ওপর অর্পণ করা হয় বলে জানিয়েছে দলটির একটি সূত্র। তবে মঙ্গলবারের বৈঠকে বিদায়ী প্রধানমন্ত্রী গিলানি তার উত্তরসূরী হিসেবে মাখদুম শাহাবুদ্দিনের নাম প্রস্তাব করেছেন বলে জিও নিউজ জানিয়েছে।

এদিকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন জোটের অন্য শরিকরাও তাদের সাংসদদের নিয়ে আলোচনায় বসেন বলে জানা গেছে।

ক্ষমতাসীন জোটের অন্যতম শরীক পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) প্রধান চৌধুরী সুজাত হোসেন বলেছেন, আহমেদ মুখতারকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিলে তাদের কোনো আপত্তি থাকবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট জারদারির ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক