গাজী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় ও তারেক খানের পরিচালনায় প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে অপরাধ বিষয়ক ব্যতিক্রমধর্মী ধারাবাহিক নাটক ‘ক্রাইম ফিকশন’। অপরাধের সত্য ঘটনা নিয়ে নাটকের প্রতিটি পর্ব সাজানো হয়েছে। একঘন্টার এ খন্ড নাটকের প্রতি পর্বেই থাকছে ভিন্ন ভিন্ন কাহিনী।
দেশের বিভিন্ন চাঞ্চল্যকর আর আলোচিত হত্যাকান্ড, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য ঘটে যাওয়া বিভিন্ন সত্য ঘটনা এ নাটকে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে তারেক খান বলেন, ক্রাইম বিষয়ক নানা রকম অনুষ্ঠান এর আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। কিন্তু ক্রাইম নিয়ে ধারাবাহিক নাটক এই প্রথম। এ নাটকের মূল বৈশিষ্ট্য হচ্ছে নাটকের প্রতিটি মুহূর্তে রয়েছে নাটকীয়তা। সত্য ঘটনাগুলোকে নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার আপ্রান চেষ্টা করেছি। দর্শকরা ভিন্নধর্মী এ নাটক নিশ্চয়ই উপভোগ করবে।
নাটকের অভিনয় শিল্পীদের সম্পর্কে তিনি আরও বলেন, নাটকের শিল্পী ও কলা-কুশলীরা প্রত্যেকেই দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ মঞ্চ নাট্যকর্মী। এদের মধ্যে অনেকেই টেলিভিশন পর্দায় প্রথমবারের মত অভিনয় করছে।
নাটকটি ২০ জুন থেকে প্রতি বুধবার রাত ৯টা ৫মিনিটে গাজী টেলিভিশন পর্দায় প্রচারিত হবে।