বিশ্বখ্যাত ব্যান্ড ‘মাইকেল লার্নস টু রক’ সংক্ষেপে এমএলটিআর প্রথমবারের মত ঢাকায় এসেছে। ২২ জুন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্রেইন্স লিমিটেডের আয়োজনে একটি লাইভ শোতে পারফর্মেন্স করবে এ ব্যান্ডদলটি।
চ্যানেল নাইনে সম্প্রতি শুরু হয়েছে ‘সিং উইথ এমএলটিআর’ শীর্ষক একটি রিয়েলিটি শো। সঙ্গীত প্রতিভা খুঁেজ বের করার জন্য আয়োজিত এই রিয়েলিটি শোর বিজয়ী প্রতিযোগী পাবেন ‘মাইকেল লার্নস টু’ অর্থাৎ এমএলটিআর ব্যান্ডের সঙ্গে একই স্টেজে পারফর্ম করার সুযোগ।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষে ক্রেইন্স লিমিটেডের পরিচালক আবু সাঈদ জহির বলেন, এধরনের একটি আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গীত জগতের সঙ্গে আন্তর্জাতিক সঙ্গীতের একটি সেতুবন্ধন তৈরি হবে। আগামীতে এই রিয়েলিটি শোর মাধ্যমে আরও নতুন কিছু সঙ্গীতপ্রতিভা বাংলাদেশের দর্শকদের উপহার দিতে পারবো বলে আশা করছি ।
‘মাইকেল লার্নস টু রক’ বিশ্বের সুপরিচিত একটি ব্যান্ডদল। এটি যাত্রা শুরু করে ১৯৮৮ সালে। তাদের প্রকাশিত অ্যালবাম সারা বিশ্বে এ পর্যন্ত ১১ মিলিয়ন বিক্রি করে রেকর্ড তৈরি করেছে। এর বেশিরভাগই বিক্রি হয়েছে এশিয়াতে। ২০০৬ সালে তাদের ‘টেক মি টু ইওর হার্ট’ গানটি ‘মোস্ট ডাউন লোডেড সিঙ্গেল অফ দি ইয়ার’ অ্যাওয়ার্ড পায় । এ পর্যন্ত ব্যান্ডটির ৭টি অ্যালবাম রিলিজ পেয়েছে। তাদের ৮ম অ্যালবাম ‘স্ক্যান্ডিনেভিয়া’ বাজারে আসবে এ বছর।
কনসার্টটির কো-পার্টনার ম্যাট্রিক্স, টিকেটিং পার্টনার বিকাশ, এয়ারওয়েজ পার্টনার কাতার এয়ারওয়েজ, রেডিও পার্টনার রেডিও টুডে এবং টেলিভিশন পার্টনার হিসেবে থাকছে চ্যানেল নাইন।