দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব আহমেদ সেলিম পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার বিকেল পৌনে চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনির সঙ্গে বৈঠক করেন আহমেদ সেলিম। বৈঠকটি আধা ঘণ্টা স্থায়ী হয়।
বৈঠক শেষে আহমেদ সেলিম সাংবাদিকদের বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি (যোগাযোগ) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি বলেন, বাংলাদেশ, নেপালে ও ভুটান এই তিনটি দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো দরকার। এছাড়া ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যেও যোগাযোগ বাড়ানো উচিৎ।’ এছাড়া সার্ক সঠিক পথেই এগুচ্ছে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, ‘ঢাকায় সার্কের প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠার ব্যাপারে যে ভূমিকা রেখেছে তার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।’
তিনি জানান, পরবর্তী ১৮তম সার্ক সম্মেলন নেপালে অনুষ্ঠিত হবে। তবে কবে সেই সম্মেলন হবে তা নেপাল সরকার ঘোষণা করবে। সার্কের আগামী কাউন্সিল মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে।
এদিন এর আগে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন সার্ক মহাসচিব।
সোমবার তিন দিনের সফরে আহমেদ সেলিম ঢাকায় পৌঁছান।