৩ মাসের মন্ত্রিত্বে আমিতো ম্যাজিক দেখাতে পারবো না: যোগাযোগমন্ত্রী

৩ মাসের মন্ত্রিত্বে আমিতো ম্যাজিক দেখাতে পারবো না: যোগাযোগমন্ত্রী

দেশের বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৬ মাস কিংবা ৩ মাসের মন্ত্রিত্বে আমিতো ম্যাজিক দেখাতে পারবো না।

মঙ্গলবার দুপুরে সোসাইটি অব সার্জনস্ অব বাংলাদেশ`র আয়োজনে জাতীয় প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী একটি জাতীয় দৈনিকের সমালোচনা করেন। তিনি পত্রিকাটিতে প্রকাশিত সংবাদের উল্লেখ করে বলেন, “আজও পত্রিকাটির একজন সাংবাদিক ও জনপ্রিয় লেখক পত্রিকাটিতে লিখেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম বা খুলনা বা রাজশাহী বা সিলেট বা ময়মনসিংহ যাত্রা করলে গন্তব্যে কখন পৌঁছানো যাবে, কেউ বলতে পারে না। তিনি আরও লিখেছেন, মহাসড়কে বড় বড় গর্ত।“

এ লেখার বিরোধিতা করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমি রাস্তা-ঘাটের অবস্থা খুব ভালো তা বলছি না। তবে মহাসড়কে বড় গর্ত নেই। রাস্তাঘাটের অবস্থার কিছুটা অগ্রগতি হচ্ছে।“

তিনি বলেন, “পত্রিকাটি এর আগে মেট্রোরেল প্রকল্প নিয়েও ভুল সংবাদ পরিবেশন করেছে। তারা লিখেছিলো, জাইকার বোর্ডসভায় মেট্রো রেলে অর্থায়নের জন্য ১৮০ কোটি ডলারের  ঋণপ্রস্তাবটি অনুমোদন লাভে ব্যর্থ হয়। অথচ জাইকার সিনিয়র প্রতিনিধি (কেই তয়ামা) জানিয়েছেন, ওই তারিখে (১৮ এপ্রিল) কোনো বোর্ড মিটিং-ই অনুষ্ঠিত হয়নি। অবশ্য পরে পত্রিকাটি সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করেছে।“

ওবায়দুল কাদের বলেন, “৬ মাস কিংবা ৩ মাসের মন্ত্রিত্বে আমিতো ম্যাজিক দেখাতে পারবো না। আমাকে অল্প সময়ে সাধ্যের মধ্যে কাজ করে যেতে হবে। আমি কথার বুলি না ছুড়ে এ সময়ে দৃশ্যমান উন্নয়ন দেখাতে চাই।“

মন্ত্রী বলেন, “আমি ৪০টি জেলা সফর করেছি। সড়ক দুর্ঘটনায় যেমন ড্রাইভারদের প্রশিক্ষণ দিতে হবে এবং সচেতন করতে হবে, তেমনি পথচারী ও যাত্রীদেরও সচেতন হতে হবে।“

যোগাযোগমন্ত্রী বলেন, “বেপরোয়া গাড়ি চালকদের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। লক্ষ্য করছি গাড়ি চালানো অবস্থায় যাতে ড্রাইভাররা কথা না বলেন।“

তিনি বলেন, “কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার আমাকেও নিতে হয়।“

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক কণক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারের উপায় প্রজেক্টরের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন বুয়েটের অধ্যাপক শামসুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান।

বাংলাদেশ