ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল: হানিফ

ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল: হানিফ

আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

কাউন্সিল আগামী ২৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে একটু পেছানো হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির সভাপতিত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বৈঠকে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজানোর কাজ চলছে। ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ৬০ শতাংশের বেশি কাউন্সিল সম্পন্ন হয়েছে।

সংগঠনকে শক্তিশালী করতে সৈয়দ আশরাফুল ইসলাম ইতিমধ্যে সকল সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতাদের চিঠি দিয়েছেন।

তিনি জানান, ৭টি বিভাগে ১১টি টিমের মাধ্যমে সকল সাংগঠনিক কার্যক্রম চালানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে টিমগুলোর নাম প্রকাশ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহম্মেদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বীর বাহাদুর, বিএম মোজাম্মেল হোসেন, অ্যাড. মেজবাউদ্দিন সিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ উল আলম লেলিন, উপ দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস।

২৩ জুন আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এ বৈঠকে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৩ জুন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের আওয়ামী লীগ কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। এছাড়া বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজনীতি