আবাসিকে গ্যাস দেওয়ার পরিকল্পনা নেই : তোফিক-ই-ইলাহী

আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ‘এনার্জি এফিসিয়েন্সি অফ ইন্ডাস্ট্রিয়াল বয়লারস অ্যান্ড ফার্নেসেস’ শীর্ষক সনদ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সরকার এই মুহূর্তে শিল্পকারখানা ও সার ফ্যাক্টরিগুলোতে গ্যাস সংযোগ দেবে। পরবর্তীতে উৎপাদন বাড়লে আবাসিকের বিষয়ে ভাববে। এই মুহূর্তে আবাসিকের বিষয় নিয়ে ভাবছে না সরকার।

তিনি বলেন, ‘যদিও আমাদের গ্যাসের উৎপাদন বেড়েছে। কিন্তু আমরা বর্তমানে বিদ্যুৎ, শিল্প এবং সার কারখানায় এ গ্যাস সরবরাহের ব্যাপারে বেশি মনোযোগ দিচ্ছি। তাই নতুন আবাসিক সংযোগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

একই অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর সাংবাদিকদের জানান, ‘বর্তমানে দৈনিক ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন করছি। আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস সরবরাহ করতে আমরা পুরোপুরি প্রস্তুত। তবে সরকার যদি মনে করে, এ গ্যাস অন্য খাতে সরবরাহ করবে তাহলে আমাদের কিছু করার নেই।’

তিনি আরো জানান, বর্তমানে রাজধানীতে অবৈধ ১ লাখ আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। তাই নতুন সংযোগ না দেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক সাংবাদিকদের জানান, ‘প্রতি বছর দেশে গ্যাসের চাহিদা ১৪ শতাংশ হারে বাড়ছে। বর্তমানে বিদ্যুৎ, শিল্প এবং সার কারখানায় আমাদের মোট গ্যাসের যথাক্রমে ৫৫, ১৬ এবং ১৪ শতাংশ ব্যবহার করা হয়। তাই তিনটি খাতেই আমরা সবার আগে গ্যাস সরবরাহ করবো। আপাতত আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হবে না।’

উল্লেখ্য, এর আগে গত ২০১০ সালের আগস্ট মাসে সরকারের এক নির্বাহী আদেশে আবাসিকে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তখন বলা হয়েছিলো দৈনিক ২ হাজার ২০০ এমএমসিএফ গ্যাস উৎপাদন না হওয়া পর্যন্ত আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব আবু তাহের, টিজিটিডিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খান, জিআইজেড’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এরিক অটোগম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে ৮১টি কূপ থেকে প্রতিদিন ২ হাজার ১৯৪ দশমিক ৫ মিলিয়ন কিউবিক ঘনফুট ঘ্যাস উত্তোলন করা হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের ৪২ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে অর্থাৎ ৯৩১ দশমিক ৮১ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ক্যাপটিভ পাওয়ারে ৫৩ দশমিক ৯০ এমএমসিএফডি।

সার উৎপাদনে ২৩৭ এমএমসিএফডি চাহিদার বিপরীতে ৬৬ দশমিক ৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। যা মোট উৎপাদনের ৩ দশমিক ৬ শতাংশ। অন্যান্য গ্রাহকদের ১ হাজার ১৬৪ এমএমসিএফডি গ্যাস সরবারহ করা হচ্ছে। যা মোট উৎপাদিত গ্যাসের ৫৩ দশমিক ৬ শতাংশ।

অর্থ বাণিজ্য