আইএফআইসি ব্যাংক ২৬তম জাতীয় শ্যুটিংয়ে ঢাকা রাইফেল ক্লাবের সাবরিনা সুলতানা ও আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের শেখ সাহাদাৎ আহমেদ স্বর্ণ পদক জিতেছেন।
মঙ্গলবার গুলশানের জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ৫৪৪ স্কোর করে স্বর্ণপদক জেতেন সাবরিনা সুলতানা। এ ইভেন্টে ৫৪২ স্কোর করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার রৌপ্যপদক এবং ৫৪১ স্কোর করে ব্রোঞ্জ জেতেন ঢাকা রাইফেল ক্লাবের শারমিন শিল্পা।
পুরুষদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে ৫৩৮ স্কোর করে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের শেখ সাহাদাৎ আহমেদ স্বর্ণপদক জেতেন। ৫১৬ স্কোর করে রৌপ্যপদক জেতেন আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশরেন আরেক প্রতিযোগী নাদিমুল ইসলাম। ৫০৮ ঢাকা রাইফেল ক্লাবের রিপন কুমার ব্রোঞ্জ পদক পান।
বুধবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এবং স্কীট শটগান ইভেন্ট হবে।