শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা জনপ্রিয় সিরিজ উপন্যাস ‘ছোটকাকু’। শিশু-কিশোর ভিত্তিক এই উপন্যাসটি অবলম্বনে জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন নির্মাণ করছেন একটি ধারবাহিক নাটক। গত ১৭ জুন রোববার থেকে কক্সবাজারে শুরু হয়েছে নাটকটির শুটিং ।
ফরিদুর রেজা সাগরের উপন্যাস নিয়ে এটিই প্রথম ধারাবাহিক নাটক এবং আফজাল হোসেনেরও প্রথম ধারাবাহিক নির্মাণ। সিরিজ উপন্যাসটির প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’ দিয়ে শুরু হয়েছে নাটকটির নির্মাণ কাজ। নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। নাটকে ছোটকাকু চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন নিজেই। এ ধারাবাহিকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।
‘ছোটকাকু’র শুটিং শুরু উপলক্ষে ক্যামেরা ওপেন অনুষ্ঠানে ধারাবাহিকটির কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন উপন্যাসের রচয়িতা ও ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, ছড়াকার আমীরুল ইসলাম প্রমুখ।