বৃথা গেছে মুশফিকুরের অর্ধশতক

বৃথা গেছে মুশফিকুরের অর্ধশতক

ত্রিদেশীয় সিরিজে হারের বৃত্তে আটকে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও নাকাল হয়েছে। মুশফিক বাহিনীকে ৩৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২০৯/৩ (ওভার ২০)
বাংলাদেশ ইনিংস: ১৭০/৮ (ওভার ২০)
ফল: দ. আফ্রিকা ৩৯ রানে জয়ী

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর তান্ডব চালায় প্রোটিয়াসরা। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ব্যক্তিগত ৩৭ রানে আক্রমণাত্মক রিচার্ড লেভিকে সাজঘরে ফেরান জিয়াউর রহমান। ২১ বল খেলে ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে এ রান করেন তিনি।

লেভি প্যাভিলিয়নে ফিরলেও স্বস্তি পায়নি বাংলাদেশ। কারণ অন্যপ্রান্তে তান্ডব অব্যাহত রাখেন অধিনায়ক আমলা। শেষপর্যন্ত ৮৮ রানে অপরাজিত ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। তাকে থামাতে না পারলেও আলবি মর্কেলকে (২২) আউট করেন মাশরাফি বিন মুতর্জা। নিজের নামের পাশে ২৯ রান যোগ হওয়ার পর রানআউট হন কলিন ইনগ্রাম।

বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও ভালো হয়নি বাংলাদেশের। উদার হস্তে রান দিয়েছেন মাশরাফি, রাজ্জাক, আবুল হাসান, সানি ও জিয়াউর রহমান। ৪ ওভার বোলিং করে মাশরাফি দিয়েছেন ৪৪, সমান ওভারে আবুল হাসান ৫৮ এবং ইলিয়ান সানি খরচ করেন ৩১ রান। এছাড়া দুই ওভারে রাজ্জাক ২৮ ও ৩ ওভারে ২৮ রান দেন জিয়াউর। লংঅফে জিয়ার বলে ক্যাচ তুলেন ইনগ্রাম কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হন মাশরাফি।

জবাবে খেলতে নেমে ব্যাটিং দৈন্যতায় পড়ে বাংলাদেশ। ৪৯ রানের মধ্যে চার উইকেট হারায় সফরকারীরা। আশার কথা অনেক দিন পর জাতীয় দলে ফিরে ধারাবাহিক মোহাম্মদ আশরাফুল। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২২ করেছেন। সোসোবের বলে আউট হওয়ার আগে ৩১ বলে ৩৩ রান করেন সাবেক অধিনায়ক। চারটি চারের মার ছিলো তার ইনিংসে।

দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে আশরাফুল কিছুটা প্রতিরোধ গড়লেও পারেননি নাসির হোসেন (০), জহিরুল ইসিলাম (১২) ও আনামুল হক (১)। প্রথম দুইজনকে আউট করেন পিটারসন। আনামুলকে সাজঘরে ফেরান ডি লাঙ্গে।

শুরুর ধাক্কা শেষপর্যন্ত সামলে উঠতে পারেনি বাংলাদেশ। যদিও শেষ দিকে মাহমুদউল্লাহর ৩৪ ও মুশফিকুর রহিমের অপরাজিত ৫০ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করতে সমর্থ হয় রিচার্ড পাইবাসের শীষ্যরা।

বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, জিয়াউর রহমান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জহিরুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, আনামুল হক, ইলিয়াস সানি ও আবুল হাসান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: হাশিম আমলা (অধিনায়ক), রিচার্ড লেভি, ডানে ভিলাস, কলিন ইনগ্রাম, জেপি ডুমিনি, জাস্টিন অনটং, আলবি মর্কেল, রবিন পিটারসন, ওয়ার্নে পার্নেল, ডি লাঙ্গে ও সোসোবে।

খেলাধূলা