টেকনাফে দেড়শতাধিক রোহিঙ্গা আটক

টেকনাফে দেড়শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৫১ জন নাগরিককে আটক করেছে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।

সোমবার যে কোনো সময় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে ৫টি ট্রলারে করে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

এর আগে সোমবার ভোরে টেকনাফে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া, জেটিঘাট, নাইট্যংপাড়া, সাবরাং এলাকা থেকে শিশু-নারীসহ মিয়ানমারের আরও ৩৪ নাগরিককে আটক করে বিজিবি ও কোস্টগার্ড।

এছাড়া শুক্রবারে আটক হওয়া মিয়ানমারের ১৩ জন নাগরিক বিজিবি হেফাজতে চিকিৎসাধীন।

বিজিবি টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্য দিয়ে সোমবার আটক মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

বিজিবি টেকনাফের ৪২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, সোমবার ভোরে ৩৪ এবং শুক্রবারে আটক হওয়া ১৩ জনসহ মোট ৪৭ জনকে বিজিবির হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার যে কোনো সময় তাদের ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, মিয়ানমারের দাঙ্গা পরিস্থিতির কারণে অবৈধভাবে ব্যাপকহারে মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ শুরু হয়। ইতেমধ্যে, মিয়ানমারের দাঙ্গা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রোববার থেকে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে। এরপরও অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা।

বাংলাদেশ