ফ্রান্সের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমাজবাদী দল। পার্লামেন্টের ৫ শ ৭৭টি আসনের মধ্যে ৩ শ ৮ থেকে ৩ শ ২০টি আসনে জয় পেতে যাচ্ছে সমাজবাদী দল।
ফ্রান্সের গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবার কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগোচ্ছে। এর মধ্য দিয়ে দু’কক্ষ বিশিষ্ট ফরাসি পার্লামেন্টের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে মধ্য বামপন্থী এই দলটি। ফলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পার্লামেন্টে দর কষাকষি থেকে মুক্তি পেতে যাচ্ছে সমাজবাদি পার্টি।
পার্লামেন্টে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সাথে সাথে ফ্রান্সের অধিকাংশ অঞ্চলসহ বড় বড় শহরগুলোও এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তারা।
এদিকে নিকোলাস সারকোজির ইউএমপি ও তার মিত্র দলগুলো ২ শ ২৯টি আসনে জয় লাভ করেছে।
তাছাড়া সমাজবাদী পার্টির মিত্র দল গ্রিন পার্টি ১৭টি এবং বামপন্থী লেফট ফ্রন্ট ১০টি আসনে জয় পেয়েছে।
এবারের নির্বাচনে ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের পার্লামেন্টে ফিরে আসাটাও উল্লেখযোগ্য ঘটনা। ১৯৯৮ সালের পর এবারই তারা দু’টি আসনে জয়ের মাধ্যমে পার্লামেন্টে ফিরছে।